রাবিতে শিক্ষাদান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ও হায়ার এডুকেশন কোয়ালিটি ইনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর সহায়তায় তিনদিন ব্যাপী শিক্ষাদান পদ্ধতির উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয় । কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বর্তমানে আমাদের শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ কর্মসূচির মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা রয়েছে। শ্রেনিকক্ষে অধিক শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার মান উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তিনি আরো বলেন, ‘যদি শিক্ষার সকল ক্ষেত্রে সুশাসন ও সুব্যবস্থা নিশ্চিত করা যায় তাহলে খুব সহজেই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকগণ শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মো. আওয়াল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. পারভেজ আজহারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর নীলুফার সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, হেকেপের উপ-প্রকল্প ব্যবস্থাপক ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: নূরুল মোমেন।



মন্তব্য চালু নেই