রাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, দাবি না মানলে কঠোর কর্মসূচি

প্রস্তাবিত অষ্টম বেতন-কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রবিবার বেলা ১১টায় সিনেট ভবন চত্বরেএ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়।

শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক শাতিল সিরাজ, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ।

সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তারা বলেন, শিক্ষকরা কখনো অশান্তিতে বিশ্বাস করে না। তারা রাজপথে এসে অশান্তি সৃষ্টি করতে চায় না। এসময় শিক্ষকরা দাবি করেন, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, রাজপথে এসে প্রতিবাদ করতে বাধ্য করা হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি অষ্টম পে-স্কেল সংশোধন করে মানসম্মত ভাবে বৃদ্ধি করা হোক।

এর আগে অষ্টম বেতন-কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে সারাদেশের শিক্ষকদের সঙ্গে রাবির শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এ সময় মানববন্ধনে দেড়শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই