রাবিতে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়াম সংলগ্ন সিলসিলা রেস্তোরাঁয় আগুন লেগে ৩ কর্মচারী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেরোসিনের চুলার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

দগ্ধ কর্মচারীরা হলেন জায়েদা, ময়না ও অহিদ। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হোটেলের কর্মচারীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে অবস্থিত সিলসিলা রেস্তোরাঁয় রান্না চলাকালে বিকট শব্দে কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় রান্নাঘরে থাকা ৩ কর্মচারী আগুনে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

IMG_20150305_181602356_HDR

রেস্তোরাঁর মালিক আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় রেঁস্তোরার রান্না ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এসময় রেস্তোরাঁটিতে ২০ জন কর্মচারী কাজ করছিলেন বলে জানান তিনি।

IMG_20150305_181656740



মন্তব্য চালু নেই