রাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ স্থানান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে শহীদুলাহ কলাভবন থেকে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৩য় তলায় স্থানান্তরিত করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এ নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর চোধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নিলুফার সুলতানা।

বিভাগের অধ্যাপক ড.এস এম এক্রাম উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো.রুহুল আমিন।

হেকেপের উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পে এক কোটি ১০ লক্ষ টাকার অর্থায়নে এ উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়। স্থানান্তরিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত তিনটি নতুন ক্লাসরুম, একটি সেমিনার রুম, একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব ও বিভাগের কার্যালয়।



মন্তব্য চালু নেই