রাবিতে প্রেমিকাকে পেটালো ছাত্রলীগ নেতা
রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ ছাত্র আবাসিক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তার প্রেমিকাকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি (গণকবর) এলকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম ওবায়দুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এমবিএ’র শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান তার কথিত সেই প্রেমিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির দিকে যায়। তিনি মেয়েটির সঙ্গে বসে দীর্ঘ সময় কথাবার্তাও বলেন। এর একপর্যায়ে ছাত্রলীগ নেতা ওবায়দুর তাকে (মেয়েটিকে) ব্যাপক মারধর (চড়-থাপ্পর) করে। পরে মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ে সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে একটি রিকশায় ওঠেন। পরে ওবায়দুর তার রিকশাটি থামিয়ে জোরপূর্বক রিকশায় উঠে দ্বিতীয় দফা মেয়েটিকে মারধর করে। রিকশাটি বিশ্ববিদ্যালয়ের পূর্বপাড়া মসজিদের সামনে পৌঁছালে ওবায়দুর রিকশা থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় আশেপাশে থাকা লোকজন মেয়েটিকে উদ্ধার করে নগরীর পোস্টাল একাডেমির পাশে অবস্থিত তার বাড়িতে পৌঁছে দেন।
মেয়েটিকে বহনকারী ওই রিকশাওয়ালা জানান, আমার রিকশা চালানোর ২০ বছরেও একজন ছেলে এভাবে একজন মেয়েকে মারতে পারে তা কখনো দেখিনি।
ভুক্তভোগী ওই মেয়ে জানান, আমি চালাকি করে একটি মিথ্যা কথা বলার অপরাধে ওবায়দুর আমাকে এভাবে পাবলিক প্লেসে মারধর করেছে। চর-ধাপ্পর মেরে আমার শরীর ও মুখম-ল জখম করে দিয়েছে। আমার শরীরে প্রচ- জ্বর চলে এসেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটির সাথে আমার সম্পর্ক ছিল। এই অবস্থায়ও সে আরও তিন-চারজনের সাথে সম্পর্ক করত। এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমিতে তার সাথে আমার কথা হয়। পরে সে সেখান থেকে চলে যায়। মারধরের কোন ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব বলেন, আমি বিষয়টি হালকা শুনেনি। পুরোপুরি জানি না। বিস্তারিত শুনে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই