রাবিতে নবনিযুক্ত তিন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনে নবনিযুক্ত তিন দপ্তরের কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তারা আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার রাবি প্রশাসনের জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান, প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান ও ছাত্র-উপদেষ্টা হিসেবে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান-২কে দায়িত্ব দেয়া হয়।

জনসংযোগ দপ্তরে বিদায়ী প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন অধ্যাপক মো. মশিহুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে, সহযোগী অধ্যাপক তানভীর আহমদ, দুলাল চন্দ্র বিশ্বাস, অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দসহ জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অন্যদিকে নবনিযুক্ত প্রক্টর মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মুজিবুল হক আজাদ খান ও ছাত্র-উপদেষ্টা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ দায়িত্বে যোগদান করেন।

নবনিযুক্ত জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি ছাত্র, শিক্ষক ও সকল কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছি।’

নবনিযুক্ত প্রক্টর মো. মুজিবুল হক আজাদ খান বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে কাজ করতে চাই । এজন্য আমার সকল সহকর্মী ও ছাত্রদের সহযোগিতা পাবো বলে আশা করছি।’

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো, মিজানুর রহমান-২ বলেন, ‘আজ দায়িত্ব গ্রহণ করেছি। আমার দপ্তরের কাজ সুষ্ঠভাবে করতে চাই। আগামীতে ছাত্রদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করবো।’



মন্তব্য চালু নেই