রাবিতে দুই শিক্ষার্থীর কাছ থেকে ফোন ও টাকা ছিনতাই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবালোকে দুই শিক্ষার্থীর কাছ থেকে ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পশ্চিমে পাশ থেকে ভাষা বিভাগের শিক্ষার্থী মনোয়ারা খাতুন ও রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম এ ঘটনার শিকার হন।
ভুক্তভোগী শিক্ষার্থী মনোয়ারা খাতুন জানায়, তিনি ও তার বন্ধু আরিফুল ইসলাম সিনেট ভবনের পশ্চিমে বসে আড্ডা দিচ্ছিলেন।
এ সময় মটরবাইকে অপরিচিত তিন যুবক প্রথমে তাদের কাছে জানতে চায় তারা ক্যাম্পাসের শিক্ষার্থী কিনা। পরে পরিচয় শেষে তাদেরকে পুলিশে দেয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । এক পর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মানিব্যাগ ফিরে দিলেও টাকা ও মোবাইল ফোন নিয়ে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছিনতাইয়ের বিষয়ে প্রশ্ন করলে ওই শিক্ষার্থীদ্বয় জানায়, তাদের কাছে থাকা ৩৮০০ টাকা ও ২ টি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।
তাদের চেনেন কি না এমন প্রশ্নের জবাবে তারা জাগো নিউজকে বলেন, ‘আমরা তাদের চিনি না। তবে দেখলে চিনতে পারব।’
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়#
মন্তব্য চালু নেই