রাবিতে ‘জালালের গল্প’ চলচিত্র প্রদর্শনী কাল

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে তিন-দিনব্যাপী ‘জালালের গল্প’ ইমপ্রেস টেলিফিল্ম এর প্রদর্শনী। আবু শাহেদ ইমন পরিচালিত এ চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করেছে রাবির পূর্ণদৈর্ঘ্য ফিল্ম অর্গানাইজেশন।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর আড়াইটা, ৫টা ও সোয়া ৭টায় ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দেখানো হবে

চলচ্চিত্রটি প্রধান চরিত্র আরাফাত রহমান বলেন, ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প এতে উঠে এসেছে। আশি করছি চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে।

পূর্ণদৈর্ঘ্য ফিল্ম অর্গানাইজেশনের প্রচার সম্পাদক মইনুল ইসলাম বলেন, ‘আমরা ২০১৪ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। বর্তমানে আমাদের দেশে অনেক ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে। কিন্তু এ চলচ্চিত্রগুলো বাহিরের দেশে ভালো সমাদর পেলেও বাংলাদেশে কদর পাচ্ছে না। আমরা এ ধরনের চলচ্চিত্রগুলো দেখানোর চেষ্টা করি।’

জালালের গল্প’ চলচ্চিত্রটি ২০১৪ সালের ৫ অক্টোবর ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এবং বরকত হোসেন পলাশ এর সিনেমাটোগ্রাফিতে মুক্তি পায়। এটি ৮৮তম অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিতও হয়েছিল।

এদিকে চলচ্চিত্রটি ২০১৪ সালের অক্টোবরে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড অর্জন করে। উৎসবটির মূল প্রতিযোগিতা ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার হয়। ২০১৫ সালে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। এতে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম।

এছাড়া ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে আবু শাহেদ ইমন সেরা নবাগত নির্মাতার পুরস্কার লাভ করেন।



মন্তব্য চালু নেই