রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মৌন মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদসহ বিরোধী দলের নেতৃবৃন্দের নাশকতার হয়রানিমূলক মামলায় জড়ানোর প্রতিবাদে মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পানি, গ্যাস, ইন্টারনেট বন্ধ করা মানবতার চরম লঙ্ঘন। দেশে কোনো গণতন্ত্র নেই। বর্তমানে দেশের ৭৭ শতাংশ মানুষ নির্বাচন চায়। কিন্তু সরকার সেই নির্বাচনে যেতে ভয় পাচ্ছে কারণ তাদের পরাজয় নিশ্চিত। এসময় বক্তারা গণতন্ত্র রক্ষার্থে দ্রুত নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কেবিএম মাহবুবুর রহমান, অধ্যাপক সামসুল আলম সরকার, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আজহার আলী, অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক সিএম মোস্তফা, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ।



মন্তব্য চালু নেই