রাবিতে জলাবদ্ধতায় শিক্ষার্থীরা বিপাকে

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন স্থানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার রাতে ভারী বৃষ্টির ফলে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমরা তো ক্যাম্পাসে বেশ কয়েক বছর ধরে আছি। এর আগেও বৃষ্টি হয়েছে। তবে এরুপ সমস্যার মুখোমুখি হতে হয়নি। এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করেন তারা।

তারা আরো বলেন, ‘ক্লাস করতে এসে স্যান্ডেল হাতে নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। এতে আমরা ভোগান্তির শিকার। তাই সুষ্ঠু ভাবে ক্লাস যাওয়া সম্ভব হচ্ছে না।’

রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার দিবাগত রাতে ভারী বৃষ্টির পর বিশ্ববিদ্যালয়ের বাস স্ট্যান্ড, দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের রাস্তা, পরিবহন মার্কেটের সামনে, টুকিটাকি চত্বর, লোকপ্রশাসন চত্বরসহ বিভিন্ন হলের সামনে রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকালে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সহকারী রেজিস্ট্রার মো. ইলিয়াস হোসেন বলেন, ‘ড্রেনগুলোতে বিভিন্ন ময়লা জমে থাকায় পানি খুব ধীরে ধীরে বের হচ্ছে। আর বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ায় পানি আটকা পড়েছে। তবে স্টুয়ার্ড শাখা সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘হয়তো পানি নিষ্কাশন ড্রেনে কিছু আটকে গেছে। তাই পানি বের হতে পারছে না। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের চেষ্টা করা হবে।



মন্তব্য চালু নেই