রাবিতে ছাত্রমৈত্রী নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : সুন্দরবন ‘বিধ্বংসী’ রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল ও বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়ের নিঃশর্ত মুক্তি নিশ্চিতের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাইব্রেরীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা চলবে না। অবিলম্বে সুন্দরবন রক্ষা আন্দোলনের কর্মী দীলিপ রায়কে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকলেই জানে কারা ক্যাম্পাসে যৌন হয়রানি, চাঁদাবাজী, টেন্ডারবাজী, ছিটবানিজ্য, হল দখল, জনস্বার্থবিরোধী কার্যক্রম চালায়। আমরা অবিলম্বে দীলিপ রায়ের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই