রাবিতে ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। পরে পুলিশি হেফাজতে আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আটককৃত ছাত্রদলের কর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাওন ও সজিব। অন্য একজনের নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের একটি খাবার দোকানে ছাত্রদলের পাঁচজন আড্ডা দিচ্ছিলেন। এসময় পাশেই বেঞ্চিতে বসে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সাথে কথা বলার জন্য ডেকে নেয়। কথাবার্তার এক পর্যায়ে চড়াও হয়ে রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারপিট করে। এতে শাওন ও সজিবসহ তিনজন আহত হন।
এ ব্যাপারে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ছাত্রদলের পাঁচজন নেতাকর্মী দুপুরে টুকিটাকি চত্বরের আড্ডা দিচ্ছিলো এবং পাশেই থাকা কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করছিলো। তাদের সাথে কথা বলতে গেলে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। পরে তাদের পুলিশে দেয়া হয়। এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান,‘ টুকিটাকি চত্বরে ছাত্রীদের উক্তত্য করার ঘটনায় সজিব নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে।
মন্তব্য চালু নেই