রাবিতে চোর সন্দেহে আটক ১

ইয়াজিম ইসলাম পলাশ , রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চোর সন্দেহে বহিরাগত এক যুবককে বেধড়ক পিটিয়েছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় শহীদুল্লাহ কলা ভবন থেকে তাকে আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।

আটককৃত ব্যক্তির নাম জুয়েল (২৩)। সে নগরীর ভদ্রা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, শহীদুল্লাহ কলা ভবনে অবস্থিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে জুয়েল সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে চোর সন্দেহে আটক যুবককে সাধারণ শিক্ষার্থীরা বেধরক মারধর করায় তাকে এখন পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই