রাবিতে চলচ্চিত্রবিষয়ক বক্তৃতা করবেন রোকেয়া প্রাচী

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: চলচ্চিত্রবিষয়ক ষাণ্মাসিক গবেষণা জার্নাল ম্যাজিক লণ্ঠন’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বক্তৃতা করবেন প্রখ্যাত অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী। বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের ১২৩ নম্বর কক্ষে ‘অভিনয় ও পেশাদারিত্ব’ নিয়ে তিনি কথা বলবেন।

মঙ্গলবার বিকেলে ম্যাজিক লণ্ঠনের সম্পাদক কাজী মামুন হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই কথামালায় একটি নির্দিষ্ট বিষয়ে কথা উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানানো হয়। ম্যাজিক লণ্ঠনের ১৩তম সংখ্যা, জুলাই ২০১৭’র কাজের অংশ হিসেবে এই ‘ম্যাজিক লণ্ঠন কথামালা ৬’ এর জন্য রোকেয়া প্রাচীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

প্রসঙ্গত, ম্যাজিক লণ্ঠন নামের এ সংগঠনটির যাত্রা শুরু করে ২০১১ সালে। প্রতিষ্ঠার পর থেকেই জানুয়ারি ও জুলাই মাসে এ জার্নালটি নিয়মিত প্রকাশ হচ্ছে। এই জার্নালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা চলচ্চিত্র, সংবাদপত্র, টেলিভিশন, নিউ মিডিয়া বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা হয়ে থাকে।



মন্তব্য চালু নেই