রাবিতে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হল প্রাধ্যক্ষের বাসভবন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সেলিমের (৩০) বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায়। তারা পিতার নাম আবদুল জালাল। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাছে উঠে শুকনো ডালপালা ভাঙছিলেন ওই যুবক। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেলিম বিনোদপুর গেটের পাশের বাগানে ডাল পাড়তে গাছে ওঠে। এসময় একটি ডাল ভেঙ্গে তিনি পড়ে যান। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।



মন্তব্য চালু নেই