রান্নাঘরে গ্যাস সিলিন্ডার আছে? তাহলে এই খবর অবশ্যই পড়ুন

রান্নাঘরে এলপিজি সিলিন্ডার রয়েছে প্রায় সকলেরই। গ্যাস সিলিন্ডার নিয়ে সবথেকে বড় আশঙ্কা হল বিস্ফোরণ। এই প্রতিবেদনে জেনে নিন এলপিজি সিলিন্ডার নিয়ে বেশ কয়েকটি জরুরি কথা। কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন।

কেন এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণ হয়? প্রথমেই জানিয়ে রাখা ভাল, কোনওভাবে আগুন বা উচ্চ তাপ সরাসরি সিলিন্ডারের সংস্পর্শে আসে, তা হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনা থাকে।

অত্যন্ত উচ্চচাপে সিলিন্ডারে গ্যাস ভরা হয়। অর্থাৎ, বিস্ফোরণ ঘটলে তা হবে অত্যন্ত জোরালো। তবে একটি কথা মনে রাখা ভাল। নিরাপত্তাব্যবস্থা ঠিকঠাক রাখলে, বিস্ফোরণের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

এবারে প্রশ্ন, কীভাবে রান্নাঘরের সিলিন্ডারের যত্ন নেবেন যাতে বিস্ফোরণের সম্ভাবনা একেবারে কমে যায়? নীচে দেওয়া রইল কয়েকটি পরামর্শ:

১. প্রথমেই দেখে নিন, আভেন এবং সিলিন্ডারের মধ্যে পাইপ সঠিকভাবে লাগানো আছে কি না।

২. এই পাইপ কোথাও নষ্ট হতে শুরু করেছে কি না, তা-ও দেখে নিন। সামান্য ত্রুটি চোখে পড়লেই বদলে ফেলুন।

৩. সিলিন্ডারের কাছাকাছি কোনও পদার্থ, যা থেকে বড় ধরনের আগুন ছড়াতে পারে, রাখবেন না।

৪. সিলিন্ডারের ‘নব’ থেকে গ্যাস লিক করছে কি না, নিয়মিত পরীক্ষা করুন।

৫. সিলিন্ডারের ‘নব’ ঘোরানোর সময়ে গ্যাস বেরোচ্ছে কি না, দেখে নিন। যদি সামান্য বেরোয়, সমস্যা নেই। যে চাপে গ্যাস সিলিন্ডারে রাখা থাকে, তাতে ওইটুকু স্বাভাবিক। কিন্তু একটু বেশি হলেই সতর্ক হতে হবে।

৬. রান্নার সময়ে গ্যাস বেরোচ্ছে কি না, সেটাও খেয়াল রাখুন।

৭. গ্যাস ডেলিভারির সময়েই চেক করিয়ে নিন সিলিন্ডারের ভিতরের ওয়াশার।

৮. সিলিন্ডারের উপরে ভারী কিছু রাখবেন না।-এবেলা



মন্তব্য চালু নেই