রানীশংকৈল কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কল্যাণ ট্রাস্টের উদ্দ্যোগে ২৯ সেপ্টম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪ টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কল্যাণ ট্রাস্টের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসাবে উপজেলার চেয়ারম্যান আইনুল হক, আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল ও প্রধান শিক্ষক বিজয় কুমার।

এছাড়ও কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক তাজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক মমতাজ বেগম, প্রাঃশিঃসঃ সভাপতি আনিসুর রহমান, প্রধান শিক্ষক সোহেল রানা, জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার পি,এস,সি-এইচ, এস,সি ৩১০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুস্কার দেওয়া হয়। আলোচনা শেষে এক সাংকৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভাষক প্রশান্ত কুমার বসাক।



মন্তব্য চালু নেই