‘রানা প্লাজা’ সম্প্রচারে আর বাধা নেই

রানা প্লাজা ধসের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে হাইকোর্টের দেওয়া ৬ মাসের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে একটি বেঞ্চ রবিবার সকালে এ আদেশ দেন। এর আগে ২৪ আগস্ট বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে সিনেমাটির প্রদর্শনী ও সম্প্রচারে ৬ মাসের নিষেধাজ্ঞা দেন।

ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়।



মন্তব্য চালু নেই