রাত ১০টায় পূর্ণিমা জানাবেন বছরের সেরা নায়কের নাম

আজ বছরের শেষ দিন। এ দিন জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ঘোষণা করবেন বছরের সেরা নায়কের নাম। শাকিব খান, আরিফিন শুভ ও বাপ্পী আছেন সেরার দৌঁড়ে। তাদের মধ্য থেকেই বিজয়ী অভিনেতার নাম ঘোষণা করবেন পূর্ণিমা।

বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভি’র সাপ্তাহিক অনুষ্ঠান ‘মুভি বাজার’-এর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে চ্যানেলটির দর্শক জরিপের সেরা নায়কের নাম ঘোষণা করবেন তিনি।

এ অনুষ্ঠানের উপস্থাপক সৈকত সালাহউদ্দিন জানান, ‘মুভি বাজারের ফেসবুক পেইজের মাধ্যমে জরিপ চালানো হয়েছে। সে জরিপেই দর্শকরা সেরা অভিনেতাকে নির্বাচিত করেছেন।’

সৈকত সালাহউদ্দিনের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় আজ (৩১ ডিসেম্বর) রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।এটি প্রযোজনা করেছেন নুরুল আলম তরিত।



মন্তব্য চালু নেই