রাত পোহালেই বিএনপির কাউন্সিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা-বিএনপির নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত কাউন্সিলের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। শনিবার সকাল ১০টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের উদ্ধোধন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বহুল প্রত্যাশিত এ কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির শীর্ষ নেতারা। দলের নেতাকর্মীরাও মনে করেন কাউন্সিলের মাধ্যমে বিএনপি ফিরে পাবে নতুন প্রাণ। তবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচনে ভুল হলে এর খেসারত বিএনপিকে ভয়াবহভাবে দিতে হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে কাউন্সিল সফল করতে ১২টি উপ-কমিটি গঠন করেছে বিএনপি। সু-শৃঙ্খলভাবে কাউন্সিলের কাজ সম্পন্ন করতে অর্পিত দায়িত্ব পালন করে সব প্রস্তুত করেছেন তারা।

রাতে কাউন্সিলস্থল ঘুরে দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন অডিটরিয়ামের বাহিরে মূল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একাংশেও কাউন্সিলরদের জন্য প্যান্ডেল তৈরি করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রায় ২৮শ’ কাউন্সিলয় এ ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নেবে।

এছাড়া দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, প্রায় ১০ হাজার ডেলিগেট কাউন্সিলে অংশ নেবে।

বিএনপি সূত্রে জানা গেছে, কাউন্সিল সফল করতে প্রায় ১ হাজার নিরাপত্তাকর্মী রাখা হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার জন্য ২৬৪ জন নার্স থাকবে। পাশাপাশি কাউন্সিলস্থলে ৩৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। একইসঙ্গে মোবাইল টিমও এ আয়োজনে সক্রিয় অবস্থানে থাকবে।

তবে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাউন্সিল করা হলেও শনিবার নতুন কমিটি গঠন করা হবে না। কাউন্সিল শেষ হওয়ার দুই মাসের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই