রাত্রীর যাত্রীতে নায়লা নাঈম

আইটেম গার্ল খ্যাত নায়লা নাঈম এবার হাবিবুল ইসলাম হাবিবের চলচ্চিত্র রাত্রীর যাত্রীর সঙ্গী হলেন।  সম্প্রতি ‘রাত্রীর যাত্রী’ ছবির একটি আইটেম গানে পারর্ফম করার জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘আমার ছবিতে একটি আইটেম গান থাকছে। আর এতে পারর্ফম করার জন্যেই ইতি মধ্যেই নায়লা নাঈমের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে।’
naila  রাত্রীর যাত্রীতে নায়লা নাঈম
‘আমি সুন্দরী নারী’ শিরোনামের আইটেম গানটি লিখেছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব নিজেই। সুর করেছেন রাজেশ আর এতে কণ্ঠ দিয়েছেন লেমিস। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

আইটেম গানে পারর্ফম করা প্রসঙ্গে পরিচালক আরো বলেন, ‘নায়লা নাঈমকে সবাই যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, আমি সে রকম কিছু করবো না। বরং রুচিশীলভাবেই তাকে আইটেম গানটিতে হাজির করা হবে।’

রাত্রীর যাত্রী ছবির নাম ভূমিকায় অভিনয করছেন চিত্রনায়িকা মৌসুমী। এছাড়া আরো রয়েছেন মিলন, মারুজক রাসেল ও সোনিয়াসহ অনেকে।

নায়লা নাঈম



মন্তব্য চালু নেই