রাত্রিযাপন নিয়ে সানির প্রশ্ন

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন তার নতুন ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর শ্যুটিংয়ের সময়ে একবার বলেছিলেন, তিনি পর্দায় ওয়ান নাইট স্ট্যান্ড করলেও বাস্তবে আর কোন দিনে তিনি ওদিকে পা বাড়াবেন না।

এবার এই ছবির প্রচারণায় গিয়ে একই কথা ঘুরিয়ে বললেন সাবেক এই পর্ণস্টার। প্রচারণা অনুষ্ঠানে সানি ভারতীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করেন, ‘একটা সময় ছিল যখন আমি অন্য পুরুষের সঙ্গে রাত কাটিয়েছি। এটা স্বীকার করছি। কিন্তু কে রাত কাটায়নি শুনি?’

সানির এ প্রশ্নের উত্তর দেওয়ার মত অবস্থায় ছিলেন না সংবাদকর্মীরা। তবে সানি ওই অনুষ্ঠানে আরো বলেন, ‘আমি যখন একা থাকতাম তখন অনেক পুরুষের সঙ্গে রাত কাটিয়েছি। এখন আমার স্বামী ড্যানিয়েল ওয়েবার আছে, সংসার আছে। এখন তো আর ও রাস্তায় যাওয়ার প্রশ্নই আসে না। আমি আর কখনো ও কাজে যাবো না।’

সানি2



মন্তব্য চালু নেই