রাতে হোটেলের রুমে ঢুকে অভিনেত্রীর ‘শ্লীলতাহানি’, অতঃপর
হোটেলে ঢুকে এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মাঝরাতে হোটেলেরই এক কর্মী তাঁর রুমে ঢুকে অশালীন আচরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে বলেও জানা গেছে।
জানা গেছে, দক্ষিণ ভারতীয় সিনেমার ওই অভিনেত্রীর নাম খুশি মু্খার্জী। তাঁর অভিযোগ, অমর বিলাস হোটেলে রাতে তিনি ঘুমিয়েছিলেন। ঠিক তখনই হোটেলের এক কর্মচারী তাঁর রুমে ঢুকে অভব্য আচরণ করতে শুরু করে। ঘুম ভেঙে চিত্কার করে ওঠেন তিনি। তাঁর চিত্কার শুনতে পেয়ে আশেপাশের রুম থেকে লোকজন বেরিয়ে আসেন।
যদিও ওই কর্মী ফেরার হয়ে যায়। খুশির অভিযোগ, হোটেল কর্তৃপক্ষ পুরো ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ভোপালের এমপি নগর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই