রাতের অনুষ্ঠানে পুরুষের সাজ

বন্ধুদের সঙ্গে রাতে অনুষ্ঠান? পুরুষের কাছে এটা নতুন কিছু নয়। তবে পার্টিতে যাওয়ার আগে আপনাকে কেমন দেখাচ্ছে, সেটার দিকে নজর দিতে হবে। বলা যায় না, পার্টিতে এমন কাউকে দেখে আপনার মনে গলে যেতেই পারে। তবে সমস্যা হবে, সে যদি আপনাকে একেবারেই পাত্তা না দেয়। আগে থেকেই নিতে হবে এমন
প্রস্তুতি-
১. ত্বকে সামান্য ফেস স্ক্রাব আলতো হাতে লাগিয়ে নিন। মুখের সমস্ত জায়গায় লাগিয়ে নিন। ভালো করে পরিষ্কার করে নিন। তারপর ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।
২. শেভিং, অন্যতম গুরুত্বপূর্ণ। অনেকেই এখানে ভূল করে থাকেন। কিন্তু এলোমেলো চেহারায় আপনার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। তাই ক্লিন শেভ করুন। নয়তো দাড়ি ট্রিম করে নিন।
৩. শ্যাম্পু করার সময় না পেলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তা সহজেই আপনার লুকস্ বদলে দেবে। ফ্রেশ বোধ করবেন।
৪. পার্টি মানেই জমজমাটি ব্যাপার। তাই স্ট্রং ফ্রেগ্রেন্সযুক্ত পারফিউম বেছে নিন।
মন্তব্য চালু নেই