রাতভর কথা বলতে লাগবে না একটি টাকাও
আপনি যদি প্রেম করেন ও রাতে বলার অভ্যাস থাকে তাহলে অপনার জন্য একটা সুখবর আছে৷ এবার আপনি রাতভর কথা বলার পরও আপনার পকেটের ভাঁড়ারে টান পড়বে না৷ সৌজন্য BSNL-এর নয়া অফার৷এবার BSNL ব্যবহারকারীদের রাতভর কথা বলার জন্য লাগবে না একটি টাকাও৷১ মে থেকে এই পরিষেবা দিচ্ছে ভারতের BSNL ৷
তবে BSNL ল্যান্ডলাইন যাঁরা ব্যবহার করেন তারাই কেবল এই সুবিধা পাবেন৷ BSNL-এর তরফে জানানো হয়েছে, তাদের ল্যান্ডলাইন থেকে দেশের যে কোনও জায়গায়, যে কোনও কানেকশনে বিনা চার্জে ফোন করতে পারবেন৷ রাত্রি ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই ফ্রি’তে এই ফোন করার সুবিধা পাওয়া যাবে৷ তাই প্রিয়জনের সঙ্গে রাতভর কথা বলা এখন আর অপেক্ষা নয়৷
মন্তব্য চালু নেই