রাণীশংকৈল সীমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ধর্মগড় চিকনী চাকমা পাড়া গ্রামে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ নুরুজ্জামান (১৬) ও স্বপন (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, চিকনী চাকমাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নুরুজ্জামান ও মুজাহিদাবাদ কলোনী গ্রামের মৃত দুলাল’র ছেলে স্বপন ভোর সাড়ে ৩ টার সময় ৪৩৭ বোতল ফেন্সিডিল নিয়ে নুরুজ্জামানের বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগড় বিওপি কোম্পানী কোমান্ডার ফুরকান ও মলানী কোম্পানী কমান্ডার আলী হোসেন ও হাবিলদার জাকিরের নেতৃত্বে ১০ জনের যৌথ অভিযানে তাদের আটক করে।

ঠাকুরগাও-৩০ বিজিবির অফস অফিসার তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঠাকুরগাও-৩০ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল তুষার বিন ইউসুফ জানান, এক সপ্তাহের ব্যবধানে ৬টি সীমান্তে ৬০২ বোতল ফেন্সিডিল, ১১ বোতল মদ ও ১টি মোটরসাইকেল আটক করা হয়েছে যা অতিতের রেকর্ড অতিক্রম করেছে।



মন্তব্য চালু নেই