রাণীশংকৈল পৌরসভার ভবন নিয়ে ২ এমপি ও পৌরবাসীর উন্মুক্ত আলোচনা!
ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরসভার বর্তমান মেয়র মোখলেসুর রহমান এর সভাপতিত্বে মাননীয় ২ জন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন ও সেলিনা জাহান লিটা এবং রাজনৈতিক, সামাজিক কাউন্সিলর, সাংবাদিক বৃন্দ ও সকল স্তরের সাধারণ মানুষের সমন্বয়ে শান্তা কমিউনিটি সেন্টারে ব্যাপক উন্মুক্ত আলোচনা হয়।
এই পৌরসভাতে নিয়মিত কর আদায় সহ যাবতীয় কার্যক্রম ঠিকমত চললেও অস্বাস্থ্যকর পরিবেশে অনুপযোগী ভবনে বর্তমান পৌরসভাটি নিরব নির্বাক হয়ে অবহেলায় দাঁড়িয়ে আছে। বক্তারা বলেন, আমলাতন্ত্রের জটিলতা মেয়র এবং ইউপি চেয়ারম্যানের মত পার্থক্য থাকার কারণে এমনটি হতে পারে বলে একাধিক বক্তা মন্তব্য করেন। অবশেষে বেশ কয়েটি জায়গাকে পৌরভবনের উপযোগী মনে করে এমপি অধ্যাপক ইয়াসিন আলী ও এমপি সেলিনা জাহান লিটা ৫ সদস্যের একটি গঠন পূর্বক পৌর সভার ভবন স্থানান্তরিতকরণ সহ জেলা প্রশাসক বরাবর আলোচনা করবেন বলে মন্তব্য করেন।
উন্মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান, রফিউল ইসলাম, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মহাদেব বসাক, সফিকুল ইসলাম শিল্পী, অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক সইদুল হক প্রমুখ।
মন্তব্য চালু নেই