রাণীশংকৈলে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল থেকে: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার হলরুমে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক ঠাকুরগাঁও।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য কমিশনার-নেপাল চন্দ্র সরকার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাঃ নাহিদ হাসান, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার , পৌর মেয়র আলমগীর সরকার, মহিলা ভায়েস চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন ‘একজন ভিক্ষুকেরও তথ্য পাওয়ার অধিকার রয়েছে। জনগণই রাষ্ট্রের মালিক, তথ্য জানার অধিকার জনগনের রয়েছে।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য কমিশনার। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসার মোঃ মাশফাকুর রহমান।
মন্তব্য চালু নেই