রাণীশংকৈলে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী পদে নির্বাচন সম্পন্ন

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে গত সোমবার উপজেলা পরিষদের সংরক্ষিত নারী পদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জানা গেছে এ উপজেলার ধর্মগড়/ নেকমরদ/কাশিপুর ৩ ইউপির আসন ১ এর জোহরা বেগম হরিন মার্কা ৭ ভোট এবং শ্রীমতি কুসুম রানী টেবিল মার্কায় ৮ ভোট এবং সর্বোচ্চ সেরিনা আক্তার সেলিনা প্রার্থী মোরগ মার্কায় ১২ ভোট পেয়ে বিজয় লাভ করে।

লেহেম্বা/ বাচোর/রাতোর ইউপির আসন ২ এর নিহার বেগম মোরগ মার্কায় ৮ ভোট এবং সামসুন নেহার হরিন মার্কায় সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে বিজয় লাভ করে। হোসেনগাঁও/নন্দোয়ার/পৌরসভা আসন- ৩ এর আলোন রানী রায় হরিন মার্কায় ৮ ভোট এবং মোরগ মার্কায় মনোয়ারা বেগম ১৯ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় লাভ করে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠ থাকায় ওসি সুকুমার মোহন্ত এবং নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, প্রিজাইটিং অফিসার জাকিরুল ইসলাম, নির্বাচনের ফলাফল সন্তোষজনক বলে মনে করেন।



মন্তব্য চালু নেই