রানীশংকৈল, (ঠাকুরগাঁও) এর কিছু খবর :

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ৮ মার্চ রবিবার সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে ঐ দিন উপজেলার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য ইয়াসিন আলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

 

রাণীশংকৈলে ৭ই মার্চ পালনে র‌্যালি ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ই মার্চ পালনে পৌর শহরে র‌্যালি ও দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় ছাত্রলীগ নেতা নওরোজ পারভেজ মেনন, আওয়ামী লীগ সদস্য ইসাহাক আলী, রব্বানী, কামাল, প্রচার সম্পাদক মোমিন প্রমুখ।

 

রাণীশংকৈলে ভুয়া ডিএসবি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ৭ই মার্চ সকাল ১১টায় মহিলা ডিগ্রি কলেজের সামনে স্থানীয় জনতা ভুয়া ডিএসবিকে ধরে থানায় সোপর্দ করেন। জানা গেছে, এ উপজেলার জওগাঁও গ্রামের মৃত লক্ষীন্দ্র নাথ দাসের পুত্র পল্লব এর নিকট হতে ঠাকুরগাঁও গোয়ালপাড়া গ্রামের রফিকুলের পুত্র শামীম (৪০) ভুয়া ডিএসবি পরিচয় দিয়ে এবং আ: খালেক, আ: কাদের, মাহবুবকে গত ২৫ ফেব্রুয়ারী পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাদী পল্লব ঠাকুরগাঁওয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে, শামীম ভুয়া ডিএসবি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা লোকজনের নিকট হাতিয়ে নিয়েছে। গত ৭ই মার্চ আরও ৩ লক্ষ টাকা আনতে গেলে শামীম প্রতারককে জনগণ ধরে থানায় সোপর্দ করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

 

সাপের দংশনে মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মো: রহিম উদ্দীনের ছেলে মুনসুর (৩৮) হাল বইতে গিয়ে বিসাক্ত সাপের কামড়ে মৃত্যুবরণ করে। উল্লেখ্য, ৮.৩০ টায় সাপ দংশনের পর ভ্যাকসিনের জন্য মাইক্রোবাসযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই মৃত্যুবরণ করে। সাপটিকে ধরে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই