রাণীনগর প্রেস ক্লাবের দুই সদস্য বহিষ্কার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের দুই সদস্যকে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত দুই সদস্যরা হলেন, মো: সাদেকুল ইসলাম ও মুরাদ চৌধুরী সেলিম।

গত ৫ জানুয়ারী বৃহস্পতিবার রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সভায় ওই দুই জন সদস্য কে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয় । একই উপজেলায় আরোও একটি নতুন প্রেস ক্লাব গঠন করে নের্তৃত্ব দিচ্ছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আঞ্চলিক পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় রাণীনগর প্রেস ক্লাব কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন হয় । তাদের ব্যাপারে গত ৫ জানুয়ারী সাধারণ সভায় ব্যাপক আলোচনা শেষে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে সর্বসম্মতিক্রমে সাদেকুল ইসলাম ও মুরাদ চৌধুরী সেলিমকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে রাণীনগর প্রেস ক্লাব থেকে বহিস্কার করা হয়।



মন্তব্য চালু নেই