রাণীনগর-আত্রাইয়ে ইউপি নির্বাচনের তফশিল ঘোষনা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রেরিত এক বার্তা অনুযায়ী স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা এ দু’টি উপজেলায় একযোগে তফশিল ঘোষনা করেন। রাণীনগর ও আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, এ দু’টি উপজেলার ১৬টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তফশিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২ মে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ৪ ও ৫ মে যাচাই-বাছাই, ১২ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ১৩মে প্রতিক বরাদ্দ করা হবে এবং ২৮মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৭ মার্চ আত্রাই উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তফশিল ঘোষনা করা হলেও গত ৩ এপ্রিল তা স্থগিত করা হয়।



মন্তব্য চালু নেই