রাণীনগরে ৮ হাজার ৪৩৪জন হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে চাল পাচ্ছে
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের বিরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস এবং উন্নয়নের ধারা উচু করে ধরে রাখতে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে শুধু সন্ত্রাস ও স্বৈরাচার মুক্তই নয় গণতন্ত্র, ক্ষুধা ও জঙ্গীবাদ মুক্ত সম্ভবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের বর্তমান ৫০ লক্ষ অসহায় হতদ্ররিদ্র জনগোষ্ঠীকে ১০ টাকা কেজি মূল্যে প্রতি জনকে ৩০ কেজি করে চাল প্রদান করে খাদ্য সহায়তার জন্য সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তুলার পথে মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই সরকারের সত্যই একটি বিস্ময়কর পদক্ষেপ হিসেবে বিশ্বের দরবারে মডেল হিসেবে চিহিৃত হয়ে থাকবে। এই কর্মসূচিকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ডিলাররা যদি কেউ অসৎ উদ্দেশ্যে ফায়দালুটার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশবাসিকে ক্ষুধামুক্ত রাখা আওয়ামীলীগ সরকারের নির্বাচন কালীন সময়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গিকার ছিল। যা ইতিমধ্যেই সারা দেশব্যাপী বাস্তবায়ন হতে চলেছে। অনাহারি মানুষকে খাদ্যের নিরাপত্তা ও চাহিদা নিশ্চিত করতে পারলেই আগামীতে সোনার এই বাংলাদেশে দ্রারিদ্রতার সীমা কমে ওয়ান ডিজিটে আনা সম্ভব হবে। এই জন্য সবাইকে সন্ত্রাস নাশকতাকারি ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতি আহবান জানান। গতকাল শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে ১০ টাকা কেজি দরে ৮টি ইউনিয়নের ১৬টি ডিলারের মাধ্যমে সুবিধাভোগী ৮হাজার ৪শ’ ৩৪জনকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্য্ব্রত সাহা, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা খাদ্য অফিসার মোহাজের হোসেন, কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শহিদুল্লাহ মিঞা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শওকত জামিল প্রধান প্রমুখ।
মন্তব্য চালু নেই