রাণীনগরে ৮০ রাউন্ড গুলি উদ্ধার
নওগাঁর রাণীনগরে খাল খননের সময় মাটির নিচ থেকে ৮০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মিরাট ইউপি’র নিশিরধার নামক স্থানে খাল খননের সময় ৮০টি গুলি পাওয়া যায়।
খবর পেয়ে রাণীনগর থানাপুলিশএসআই আবু সেনা জোয়ারদার ও মনিরুল ইসলাম সঙ্গীয় ফোস নিয়ে ৭.৬২ এমএম সাইজের গুলিগুলো উদ্ধার করে রাণীনগর থানায় নিয়ে আসেন। অনেক আগে কে বা কাহারা এই গুলিগুলো মাটির নিচে পুতে রাখে বলে স্থানীয়দের ধারণা।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, গুলির ধরণ দেখে মনে হয় ১৯৭১ সালের যুদ্ধ কালীন সময়ে কে বা কাহারা এই গুলি গুলো পুতে রাখে। এবিষয়ে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মন্তব্য চালু নেই