রাণীনগরে ৬০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ যুবক গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২০ গ্রাম হেরোইনসহ জনি (২৫) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে । গত বুধবার রাতে তাকে উপজেলার কাশিমপুর হালদারপাড়া এলাকার মন্ডব চত্বর থেকে গ্রেফতার করা হয়।

থানাপুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এস,আই শফিকুর রহমান তাকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। গ্রেফতার জনি উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বৃহস্পতিবার মাদক মামলায় তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।



মন্তব্য চালু নেই