রাণীনগরে রাস্তায় নিম্ন মানের কার্পেটিং কাজ ॥ ক্ষুদ্ধ স্থানীয় জনতা

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর-গুয়াতা ৬ কিলোমিটার রাস্তায় নিম্ন মানের কার্পেটিং কাজ করার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় জনতারা ক্ষিপ্ত হয়ে রাস্তার কার্পেটিং তুলে ফেলে দেন।

সূত্রে জানা,৪৪ লাখ টাকা ব্যয়ে রাণীনগর উপজেলার আবাদপুকুর থেকে রবীন্দ্র কাছারী বাড়ি পতিসর যাওয়ার ৬ কিলোমিটার রাস্তার নতুন করে কার্পেটিং করার দায়িত্ব পেয়েছে বরেন্দ্র কর্তৃপক্ষ। কিন্তু সিডিউল মতে যে, পরিমাণ কার্পেটিং করা ও বিটুমিন দেয়ার কথা তা না দিয়ে নিম্ন মানের কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্পুর্ন হওয়া রাস্তার সিংহ ভাগ অংশে ভালো ভাবে রোলার না দেয়ায় রাস্তর পাঁকা অংশ এখনই উঠে যাওয়ার উপক্রম।

স্থানীয় বাসিন্দা আসলাম, ফরিদ, কালামসহ আরও অনেকে অভিযোগ করে বলেন রাস্তার এই নিম্ন মানের কাজ বন্ধ করার জন্য উপর মহলের বিভিন্ন কর্তা বরাবর অনুরোধ জানিয়েও কোন লাভ হয়নি। কর্তৃপক্ষ তাদের নিজের খেয়াল খুশি মাফিক কাজ করে যাচ্ছেন। কোন মতে রোলার দিয়েই রাস্তার উপড় বালি দিয়ে ঢেকে দিচ্ছে।

এ বিষয়ে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী তিতুমীর হোসেন মুঠোফোনে জানান, রাস্তার কার্পেটিং কাজ সিডিউল মতে করা হচ্ছে।



মন্তব্য চালু নেই