রাণীনগরে মিরাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে রোববার উপজেলার মিরাট ইউপি’র মিরাট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
এদিন বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: হযরত আলী প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, মিরাট ইউপি আ’লীগের সভাপতি রনজিত সাহা, সাধারণ সম্পাদক আলম হোসেন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সান্তাহার বিহঙ্গ শিল্পীগোষ্ঠি ও রাণীনগর শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা গান, নৃত্য ও কৌতুক পরিবেশন করেন।
মন্তব্য চালু নেই