রাণীনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোর্পদ করল পিতা
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে মাদকাসক্ত ছেলেকে থানা পুলিশে সোর্পদ করেছে পিতা । সোমবার সকালে শ্রী উজ্জল সরকার (২০) নামের ওই ছেলে সোর্পদ করা হয়।
থানাপুলিশ জানায়, উপজেলার গুয়াতা গ্রামের শ্রী রাজু সরকারের মাদকাসক্ত ছেলে উজ্জল সরকার দির্ঘ দিন থেকে মদ,গাঁজা সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকা যোগার করতে বাবা,মা’র উপর নানা ভাবে নির্যাতন ও বাড়ীর আসবাপত্র ভাঙচুর করতো। এতে অতিষ্ঠত হয়ে সোমবার স্থানীয় উইপি চেয়ারম্যান মোসারব হোসেনের সহযোগিতায় উজ্জলকে থানা পুলিশে সোর্পদ করা হয় ।
মন্তব্য চালু নেই