রাণীনগরে মাত্র দু’দিনের মাথায় ফের ডাকাতি!

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে মাত্র ২ দিনের মাথায় ফের ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাতরা অগ্নিয়াস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণের গহনা সহ প্রায় ১ লক্ষ টাকার মালা মাল লুট করে নিয়ে যায় । ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর গ্রামের ভি.আই.পি পাড়ার এমরান হোসেন বাবু মাঝির বাসায়।

ওই গ্রামের মোবারক আলীর ছেলে বাসার মালিক এমরান হোসেন বাবু মাঝি জানান, মঙ্গলবার রাত অনুমান ১ টায় ১২/১৪ জনের মূখোষধারী ডাকাতদল বাসার জানালার গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে অগ্নিয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মূখে হাত-–মূখ বেধে সবাইকে জিম্মি করে প্রায় সোয়া ভরি স্বর্ণের গহনা,নগদ সাড়ে ১০ হাজার টাকা ও বিভিন্ন আসবাব পত্রসহ প্রায় ১ লক্ষ টাকার মালা-মাল লুট করে নিয়ে যায় ।

এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, ছোট খাটো একটি ঘটনা ঘটেছে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি ।

উল্লেখ্য গত রবিবার রাতে উপজেলার মালশন গ্রামে ডাকাতদল হানা দিয়ে প্রায় ৫ লক্ষ টাকার মালা-মাল লুট করে নিয়ে যায় এবং ওই রাতেই আবাদপুকুর-আদমদীঘি রাস্তার পারইল এলাকায় চালক ও হেলপারকে মারপিট করে ২২৬ বস্তা ধানসহ ট্রাক ছিনতাই করে নিয়ে যায় ।



মন্তব্য চালু নেই