রাণীনগরে ভূমি সেবা সপ্তাহ পালন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: শনিবার নওগাঁর রাণীনগরে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে।
এদিন সকালে সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আল ফারুক জেমস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সুনীল চন্দ্রসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
মন্তব্য চালু নেই