রাণীনগরে বিয়ের আসর থেকে আটক কাজীর ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বিয়ের আসর থেকে শাজাহান আলী (৪২) নামের এক নিকাহ রেজিস্টারকে আটক করার পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে অর্থ দন্ডে দন্ডিত করেছে। গত মঙ্গলবার রাতে তাকে উপজেলার শফিকপুর গ্রামে একটি বাল্য বিয়ের আসর থেকে আটক করে পুলিশ ।
থানাপুলিশ জানায়, উপজেলার শফিকপুর গ্রামের মকবুল প্রামানিকের বাড়ীতে তার ছেলে নাবালক সুইট এর সাথে জনৈক নাবালিকা মেয়ের বিয়ে পড়ানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাত অনুমান ১০ টায় অভিযান চালিয়ে বড়গাছা ইউনিয়নের দ্বায়ীত্ব প্রাপ্ত নিকাহরেজিস্টার (কাজী) শাজাহনকে আটক করা হয়। এসময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও কনেসহ আয়োজকরা পালিয়ে যায় । এর পর গত বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে কাজী শাজাহানকে হাজির করা হলে আদালতের বিচারক নিলুফা ইয়াসমিন (সহকারী কমিশনার ভ’মি) কাজী শাজাহানকে ৫শত টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। দন্ডিত শাজাহান উপজেলার বড়িয়া গ্রামের মৃত ছামসউদ্দীনের ছেলে বলে জানাগেছে।
মন্তব্য চালু নেই