রাণীনগরে পেশাজীবিদের স্ব-স্ব ক্ষেত্রে অধিকার আদায়ে সমাবেশ
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে পেশা জীবিদের স্ব-স্ব-ক্ষেত্রে অধিকার আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ক্যাডার, নন-ক্যাডার, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় বেতন স্কেলে ২০১৫ইং সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূর্ণবহাল সহ উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি দপ্তরের বেতন, ভাতাদিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও এর স্বাক্ষর প্রদানের বিষয়ে র্যালী শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রাণীনগর উপজেলা পরিষদ চত্ত্বরে কর্মকর্তা-কর্মচারীদের র্যালী শেষে এক প্রতিবাদ সভায় প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা এসএম গোলাম সারওয়ার, উপজেলা প্রকৌশলী আবু মোঃ শফিউল আজম, ডাঃ মুনির আলী আকন্দ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান প্রমুখ।
সভায় বক্তারা সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল, বেতন ভাতাদিতে যৌথ স্বাক্ষর বাতিল, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রানালয় প্রতিষ্ঠা, আস্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সবার পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ, উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে সর্বোচ্চ কর্মকর্তাদের পদমর্যদা একই হতে হবে। এমন ৬টি দাবি নিয়ে স্থাণীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধাস্ত গ্রহন করা হয়।
মন্তব্য চালু নেই