রাণীনগরে অটোরিক্সা চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগরে উপজেলা ইলেকট্রিক (ব্যাটারী চালিত অটোরিক্সা) মালিক শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে ২ শ’ ১১জন অটোরিক্সা চালকের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা বাসষ্ট্যান্ডে ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক শ্রমিক সমবায় সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে চালকদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু ও সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: আনোয়ার হোসেন, ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান (জংশন), সাবেক ছাত্রলীগ নেতা মিল্টন খন্দকার প্রমুখ।



মন্তব্য চালু নেই