রাণীনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগরে বিলের মধ্য থেকে অজ্ঞাতনামা (৩৫) বছর বয়সি এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার মিরাট ইউপি’র বৈঠাখালি বিলের মধ্য থেকে এ-লাশ উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান,উপজেলার মিরাট ইউপি’র বৈঠাখালী গ্রামের পাটগাড়ী নামক স্থানে অজ্ঞাতনামা ওই ব্যাক্তির লাশ স্থাণীয় লোকজন সকালে দেখতে পেয়ে থানায় খবর দেয় ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হবে । তার পরনে ছিল চেক লঙ্গী এবং গায়ে লাল-কালো সাদা মিশ্রিত রংগের হাফহাতা গেঞ্জি ছিল । তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান তিনি।
রবিবার বিকেল সাড়ে ৫টায় এ রির্পোট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলেই ছিল। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হতে পারে বলে পুলিশ জানিয়েছেন।
মন্তব্য চালু নেই