রাজ্জাক ভাই নিজের জন্য দোয়া চেয়েছেন : চম্পা
নায়করাজ রাজ্জাককে দেখতে হাসপাতালে আসতে শুরু করেছেন তারকারা। চিত্রনায়িকা চম্পা সোমবার বিকেল ৪টায় ইউনাইটেড হাসপাতালে দেখতে যান রাজ্জাককে। নায়করাজের সঙ্গে দেখা করে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন চম্পা।
মোবাইল ফোনে নায়িকা চম্পা বলেন, ‘রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমি দেখা করেছি। তিনি আমাকে দেখেই কেঁদে ফেলেন। তিনি কথা বলতে পারছিলেন না। রাজ্জাক ভাই আমাদের কাছে কাগজ কলম চান। তিনি কাগজে লিখে আমার কাছে জানতে চান, আমি রোজা রেখেছে কি না। আমি রোজা রেখেছি বললে রাজ্জাক ভাই আমার কাছে দোয়া চান।’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক অমিত হাসান বলেন, ‘রাজ্জাক ভাই সিগারেট বেশি খেতেন বলে প্রায়ই এমন অবস্থা হয়। কয়েকদিন হাসপাতালে থাকার পর আবারও বাসায় আসেন। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও বাসায় ফিরবেন।’
কিছু মিডিয়া না জেনেই প্রচার করছে তিনি লাইফ সাপোর্টে আছেন- এমন বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেন অমিত হাসান। তিনি বলেন, ‘কিছু না জেনে কেউ সংবাদ প্রচার করলে সাধারণ জনগণ সঠিক খবর থেকে বঞ্চিত হয়। সবাই দোয়া করবেন যেন রাজ্জাক ভাই দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন।’
নায়করাজ রাজ্জাক এখন ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। গত ২৬ জুন সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সাথে সাথে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপর থেকে তিনি সেখানেই আছেন।
২৮ জুন একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁর অবস্থার মূল্যায়ন করা হয়। তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা।
মন্তব্য চালু নেই