রাজের ‘সম্রাট’
‘প্রজাপতি’ (জাহিদ হাসান, মৌসুমী, মোশাররফ করিম), ‘ছায়াছবি’ (পূর্ণিমা, আরিফিন শুভ), ‘তারকাঁটা’র (মৌসুমী, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম) পর চতুর্থবারের মতো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া, কো- প্রডিউসার অর্কি প্রডাকশন ও সিনেমাওয়ালা। তার নতুন ছবির নাম রাখা হয়েছে ‘সম্রাট (the king is here)।’ চলতি বছরের মে মাস থেকে এর দৃশ্যধারণ শুরু হবে।
ছবির নাম ‘সম্রাট (the king is here)’ কেনো? গল্পটা কেমন? উত্তরে রাজ বলেছেন, ‘ আমার এ ছবিটি অ্যাকশন-রোমান্টিক ধাঁচের। এই গল্পে যিনি সম্রাট তাকে হারাতে পারে না কেউ। কোনো না কোনোভাবে তিনি ঠিকই জিতে যান। সম্রাটের মতোই তার চলাফেরা আর জীবনযাপন। তাই ছবির নাম রেখেছি ‘সম্রাট (the king is here)’। অপরাধজগতের নানাদিক নিয়েই এ ছবির বিষয়বস্তু। সঙ্গে প্রেমের মেলবন্ধন ঘটানো হয়েছে চিত্রনাট্যে।’
‘সম্রাট’-এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন জানতে চাইলে রাজ বলেন, ‘আমার আগের তিনটি ছবির মতোই এখানেও তারকার সমারোহ ঘটবে। এখন অভিনয় শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সব ঠিকঠাক হলে শিগগির ঘোষণা করা হবে।’
মন্তব্য চালু নেই