রাজেন্দ্রপুরে শাকিব-জানভীর রোমান্স
শাকিব-জানভী জুটির প্রথম চলচ্চিত্র রানা-দ্য ফাইটার সিনেমার একটি গানের দৃশ্যায়নের মাধ্যমে মহরত সম্পন্ন হয়েছে। ১৮ মার্চ রাজেন্দ্রপুরের ভবানিপুর গ্রামে রোমান্টি ধাচের গানটির দৃশ্য ধারণ করা হয়।
এম এ রহিম পরিচালিত সিনেমাটির এ গানে কণ্ঠশিল্পী দিয়েছেন তৌসিফ ও খেয়া। ‘মন ভরে স্বপ্নের ছবি আঁকি’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজনে আহমেদ হুমায়ুন। এতে মোট পাঁচটি গান থাকছে।
শাকিব-জানভী ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, অমিত হাসানসহ আরও অনেকে।
সিনেমা প্রসঙ্গে পরিচালক এম এ রহিম বলেন, ‘সিমোর মহরত ও শুটিং করলাম একদিনের। এর পর টানা দ্বিতীয় লটের শুটিং করবে। আজ শুধু একটি গানের কিছু অংশের দৃশ্যায়ন করেছি।’
জানভী বলেন, ‘দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করতে পেরে আমার আমার ভালো লাগছে। আজ যে গানের দৃশ্য ধারণ করা হয়েছে সেটি একটি রোমান্টি গান। শাকিবের সঙ্গে অনেক মজা করে গানটির শুটিং করেছি। আশা করছি, দর্শক আমাদের এ জুটিকে পছন্দ করবেন।’
মন্তব্য চালু নেই