রাজারহাটে হতদরিদ্র গর্ভবতী ৪১জন মা’কে আর্থিক অনুদান

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বন্যাকবলিত গর্ভবতী ও প্রসুতি ৪১জন মাকে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম।

আরটিএম ইন্টারন্যাশনাল সংস্থার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: কৃষ্ণ কুমার পাল, স্বাস্থ্য পরিদর্শক হাফিজুর রহমান, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, সংস্থার ফ্লিড সুপারভাইজার বেলাল মিয়া দীপিকা রানী রায় প্রমূখ।



মন্তব্য চালু নেই