রাজারহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ
মোঃ রুবেল, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র রাসেল বাবু (১২) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিরুপায় হয়ে বুধবার ওই স্কুল ছাত্রের পিতা আশরাফুল হক রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুন্দরগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও সদর ইউপির দেবীচরণ (মন্ডলের বাজার) এলাকার বাসিন্দা হতদরিদ্র দিনমজুর আশরাফুল হকের পুত্র গত ১৫-০৫-২০১৬ ইং বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পূর্বে তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কচুপাতা রংয়ের শার্ট ছিল। ছেলেটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৩ ফিট ৬ ইঞ্চি। রাজারহাট থানার জিডি নং-৪০১, তাং-১৮-০৫-২০১৬ ইং। যদি কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন তাকে দয়া করে রাজারহাট থানায় যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে আকুতি জানিয়েছে নিখোঁজ শিশুটির পিতা আশরাফুল হক।
মন্তব্য চালু নেই