রাজারহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক ইউপি সদস্য নির্বাচিত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/02/UP-Election20160211124411.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৭ মে চতুর্থ দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগেই বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে খোরশেদ আলম নামের এক ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার রিটার্নিং অফিসার মো. ওয়াজেদ আলী এ ঘোষনা দেন।
জানা যায়, বিদ্যানন্দ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে খোরশেদ আলম, আব্দুল লতিফ, মাহবুবার রহমান এবং আব্দুল জলিল মনোনয়ন দাখিল করে। গত ১৮ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী আব্দুল লতিফ, মাহবুবার রহমান এবং আব্দুল জলিল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ২০ এপ্রিল রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার ও ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ওয়াজেদ আলী একমাত্র প্রার্থী খোরশেদ আলমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, বিদ্যানন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। অত্র উপজেলার ৭টি ইউনিয়নে একমাত্র ইউপি সদস্য পদে খোরশেদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার গেšরব অর্জন করে।
মন্তব্য চালু নেই